করোনার টিকা নিলেন জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানা

করোনার টিকা নিলেন জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানা

জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানা করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে টিকা নিয়েছেন। 

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তিনি এই টিকা নেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানার টিকা নেওয়ার সময়ের ছবিটি ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। অনেকেই সেই ছবিটি শেয়ার করেছেন, অভিনন্দন জানিয়েছেন। টিকার গণকর্মসূচির জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানাচ্ছেন অনেকেই।

অন্যদিকে, গত সোমবার রাতে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ টিকা দেশে আসার পর ৫টি বিশেষ ফ্রিজার ভ্যানে করে টিকাগুলো টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়্যার হাউসে নিয়ে সংরক্ষণ করা হয়েছে।

এর আগে ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবেও বাংলাদেশ সরকার পেয়েছে ২০ লাখ ডোজ টিকা। যেটা পাওয়ার পর সরকার গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে দিয়ে প্রথম টিকা প্রয়োগ শুরু করে। এরপর ৭ ফেব্রুয়ারি গণটিকাদান কর্মসূচি শুরু হয় সারাদেশে।

তবে করোনাভাইরাসের টিকা নিলেও সবাইকে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য তাগিদ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *