আন্তর্জাতিক ডেস্কঃ সোর্স মারফতে গোপন সংবাদের ভিত্তিতে গেল সোমবার ভোরে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে ৪১ কোটি টাকার (বাংলাদেশী টাকায়) মাদক উদ্ধার করা হয়েছে।

সুত্রে জানা যায়, সোমবার ভোরে তপসিয়া থানা এলাকার হিন্দু বেরিয়াল গ্রাউন্ডের কাছে প্রথমে একটি মোটর বাইক আটক করেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করা হয়। মোট ৭কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। যার মূল্য আন্তর্জাতিক বাজারে ৪১ কোটি টাকা (বাংলাদেশী টাকায়) প্রায়।
এ সময় মোটরবাইক জব্দ ও ২ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে আব্দুল্লাহ খোন্দকার বনগাঁ ও আকবর হোসেন কলকাতার বেনিয়াপুকুরের টিটাগড় ও এন্টালিতে বাস করেন।
গ্রেফতারকৃত আসামীদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে যথযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সুত্রঃ কলকাতা পুলিশ। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *