আন্তর্জাতিক ডেস্কঃ কানাডায় তীব্র তাপদাহে কার্যত পুড়ছে সারা দেশ। এরই মধ্যে মরার উপর খাড়ার ঘা হিসেবে শুরু হয়েছে দাবানাল। এমতাবস্থায় বাড়ছে মৃতের সংখ্যা। তীব্র তাপদাহে কেবল ব্রিটিশ কলম্বিয়া প্রদেশেই মৃত্যু হয়েছে ৭১৯ জনের। কানাডার কর্তৃপক্ষ বলছে, তাপমাত্রায় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় মৃত্যুর হার বেড়েছে। আর রেকর্ড ভাঙা তাপমাত্রায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। খবর আনাদোলু এজেন্সির।

ব্রিটিশ কলম্বিয়ার করোনার সার্ভিস গতকাল শুক্রবার জানিয়েছে, প্রদেশটিতে এখনও তীব্র তাপদাহ চলছে। তাপদাহে প্রদেশটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭১৯ জন। কর্মকর্তারা বলছেন, গত সাতদিন ধরে তীব্র তাপদাহের কারণেই হয়তো এই ৭১৯ জনের মৃত্যু হয়েছে।

গত সপ্তাহে দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৪৬.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হতে পারে। কর্মকর্তারা বলছেন, এত অল্প সময়ের ব্যবধানে আগে কখনও এত মানুষের মৃত্যু হয়নি।

ব্রিটিশ কলম্বিয়ার চিফ করোনার লিসা লাপয়েন্টে বলেছেন, প্রদেশটির কিছু অংশে এখনও উচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। তাই এই ভয়াবহ তাপদাহ থেকে বাঁচতে আমাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। অনুগ্রহ করে পরিবার, বন্ধু-বান্ধব, প্রতিবেশী এবং বিশেষ করে যারা একা থাকেন তাদের খোঁজ নিন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *