ইশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক কারবারীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেনের নির্দেশে ১লা মে রাত্রী আনুমানিক ১১ ঘটিকার সময় মাদকের একটি চালান সীমান্ত হতে চাপারহাটহয়ে রংপুর যাবে এমন তথ্যের ভিত্তিতে উপ পরিদর্শক মোঃ মহিদুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স কালীগঞ্জ থানাধীন ০৫ নং চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী গ্রামে অবস্থান নিয়ে ০১ (এক) কেজি গাঁজা ও ০২ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করাহয় এবং তার সাথে থাকা অন্য জন সুকৌশলে পালিয়ে যায়। উক্ত মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে এবং তার সাথে থাকা পলাতক আরেকজনের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন মাদক বিরোধী অভিযান এখন নিয়মিত চলবে।