তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কুলাউড়ায় উপজেলার প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় বাইসাইকেল পেল ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীরা।

গতকাল সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে ৩০ জন শিক্ষার্থীর মাঝে একটি করে বাইসাইকেল বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে ছিলেন বিভাগীয় কমিশনার, মো.মশিউর রহমান,এনডিসি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুবরাজ আন্তপুঞ্জি উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক ফ্লোরা বাবলি তালাং প্রমুখ।
Leave a Reply