স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকায় প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলো আর্জেন্টিনা। নিজেদের তৃতীয় ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এলো মেসি স্ক্যালোনির দল।  একইসাথে নিশ্চিত করল নিজেদের কোয়ার্টার ফাইনাল।

ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে পাপু গোমেজের একমাত্র গোলে জিতেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের প্রথমার্ধে ১০তম মিনিটে মেসির বাড়ানো বল ধরে ডি মারিয়ার এগিয়ে দেওয়া বলে গোমেজ দারুণ এক ফিনিশিং দিয়ে বল পাঠিয়ে দেন প্যারাগুয়ের জালে।

দ্বিতীয়ার্ধের শুরুতে রক্ষণে নিজেদের কিছুটা গুটিয়ে নেয় মেসিরা। প্রচুর জায়গা পাওয়া প্যারাগুয়ে বল দখলে রেখে চেপে ধরে তাদের। এক পর্যায়ে টানা চারটি কর্নার পায় প্যারাগুয়ে। কিন্তু একবার সফল হয়নি তাদের চেষ্টা। ম্যাচের শেষের দিকে ডিফেন্সিভ খেলে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করা ছিল মেসি স্ক্যালোনির দল।

প্রসঙ্গত, দেশের হয়ে হাভিয়ের মাসচেরানোর সর্বোচ্চ ১৪৭ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করার দিনে শেষ দিকে গোলের একটি সুযোগ পেয়েছিলেন মেসি। তবে তার ফ্রি কিক ফিরিয়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক।

উল্লেখ্য,  আগামী ২৯ জুন নিজেদের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলবেন মেসিরা।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *