তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর পরিচালনায় সঙ্গীয় অফিসার এএসআই রকি বড়ুয়া, এসআই মোহাম্মদ মাসুক মিয়া, এএসআই বাসু কান্তি দাশ ও সঙ্গীয় টিমসহ রোজ সোমবার (২১জুন) রাত সাড়ে ৮ ঘটিকার সময় মৌলভীবাজার সদর মডেল থানাধীন মৌলভীবাজার টু রাজনগর রোডস্থ ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে গোপন তথ্য মোতাবেক অভিযান পরিচালনা করে মোঃ সবুজ মিয়া (২৮) নামক ব্যক্তিকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।

জানা যায়, পশ্চিম বাজার এর আব্দুল হাসিম এর ছেলে সবুজ মিয়া। আটককৃত সবুজ মিয়াকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যায় এবং মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে নিকটস্থ থানায় সোপর্দ করা হয়।

এর সত্যতা নিশ্চিত করতে যোগাযোগ করলে জানান,মৌলভীবাজার গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান বলেন, আসামী সবুজ মিয়াকে আটক করা হয়েছে ইয়াবা ট্যাবলেট সহ। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলমান এবং মৌলভীবাজার জেলা মাদক মুক্ত রাখতে বদ্ধপরিকর মাদক মুক্ত সমাজ ও  জেলা চাই বলে বলেন তিনি। এমন অভিযান প্রতিনিয়তো চলবে।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *