রবিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রামের পাঁচলাইশ কসমোপলিটান আবাসিকের মুখে যুবলীগের মিছিল শুরুর আগে কেন্দ্রীয় যুবলীগের উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দীকে ছুরিকাঘাত করা হয়েছে।
কথা কাটাকাটির জেরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে আহত আদিত্য নন্দী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, আদিত্য নন্দী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় কোন মামলা হয়নি।