যুবায়ের ইবনে জহির, জবি প্রতিনিধিঃ মানবসেবা এবং নেতৃত্ব গঠনের উদ্দেশ্যকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের ২০২১-২২ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। গেল রোববার (২০ জুন) গঠিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের সাবেক সহ-সভাপতি লিও একরামুল হক আরফান।
অন্যান্য পদে সহ-সভাপতি লিও মিনার আল হাসান ,সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লিও রাওফুন সিনথি এবং ট্রেজারার (কোষাধ্যক্ষ) পদে লিও আবদুর রহমান রিয়াদ নির্বাচিত হয়েছেন।
গতকাল রাজধানীর ধানমন্ডিতে একটি হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে ও প্রত্যক্ষ ভোট গ্রহণ শেষে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়। সসম্পূর্ণ গণতান্ত্রিক নিয়মে ভোটাভুটি শেষে নির্বাচিত সদস্যকে মনোনীত বলে ঘোষণা প্রকাশ করা হয়।
জানা যায়, ২০১৯ সালে লায়ন্স ক্লাব অফ ঢাকা লালমাটিয়ার অভিভাবকত্বে আত্নপ্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাব।প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন মানবসেবামূলক ও সামাজিক কাজে অংশগ্রহণ করে আসছে।
সংগঠনের উপদেষ্টা লায়ন আবদুর রাজ্জাক নতুন কমিটি সম্পর্কে বলেন, লিও ক্লাব একটি আন্তর্জাতিক সেবা সংগঠন। মানবসেবার ব্রত নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাব ২০১৯ সাল থেকে যাত্রা শুরু করে। তারই ধারাবাহিকতায় গতকাল প্রত্যক্ষ ভোটাভুটি প্রক্রিয়ায় নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটি তাদের কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকবে এবং সবার মাঝে মানবসেবার আদর্শ ছড়িয়ে দিবে এই আশাবাদ রাখি। সবার জন্য অনেক শুভকামনা।