নিহত সাহেরুদ্দীন খোলড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রমতে ঘটনার দিন খোলড়া গ্রামে আপন ফুফু শাজেনুরের পাকা ঘর নির্মাণের জন্য মাটির দেয়াল ভাংগার কাজ করছিল সাহেরুদ্দীন। কাজের এক পর্যায়ে মাটির ঘরের একটি দেওয়াল হঠাৎ তার উপরে ভেঙ্গে পড়ে। এতে সাহেরুদ্দীন মাটির নিচে চাপা পড়েন। তাৎক্ষণিক বাড়ির ও স্থানীয় লোকজন তাকে টেনে বের করে হরিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হরিপুর থানার অফিসার ইনচার্জ এস এম আরঙ্গজেব যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।