তরুন উদ‌্যেোক্তা সৃষ্টির লক্ষে স্টার্ট আপ চট্টগ্রাম ও সেবা উদ‌্যোক্তার যৌথ চুক্তি স্বাক্ষর

তরুন উদ‌্যোক্তা সৃষ্টির লক্ষে যৌথ ভাবে কাজ করবে আইসিটি ডিভিশান আইডিয়া প্রজেক্ট এর কমিউনিটি পার্টনার স্টার্ট আপ চট্টগ্রাম ও মোবিসেবা কমিউনিকেশানস লিমিটেড এর উদ‌্যোক্তা প্রজেক্ট সেবা উদ‌্যোক্তা। এ লক্ষে আজ স্টার্ট আপ চট্টগ্রাম ও সেবা উদ‌্যোক্তার মধ‌্যে এক যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্টানে স্টার্ট আপ চট্টগ্রামের পক্ষে স্টার্ট আপ চট্টগ্রামের ফাউন্ডার ও সিইও আরফাতুল ইসলাম আকিব ও মোবিসেবা কমিউনিকেশানস লিমিটেড এর ম‌্যানেজিং ডিরেক্টর ইফতেখার সাইমুন নিজ নিজ প্রতিষ্টানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় সেবা উদ‌্যোক্তার পক্ষে উপস্থিত ছিলেন হেড অফ মার্কেটিং সৈকত চৌধুরি ও হেড অফ অপারেশান মিঠুন দাশ। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে তরুনদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে স্টার্ট আপ চট্টগ্রামের সাথে প্রতিটি স্টার্টআপকে ডিজিটাল সার্ভিস সহায়তা প্রদান করবে সেবা উদ্যোক্তা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *