আন্তর্জাতিক ডেস্কঃ একের পর এক দাবানলে বিপর্যস্ত এখন যুক্তরাষ্ট্র। দাবদাহ আর দাবানলে একসঙ্গে পুড়ছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল। ওই অঞ্চলে রেকর্ড তাপমাত্রায় অতিষ্ঠ জনজীবনে আঘাত হানছে দাবানল। সেখানকার অধিবাসীদের নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস চেষ্টা চালাচ্ছে। চলমান দাবদাহের মধ্যে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে ৫৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে দাবদাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আগ্রাসী দাবানল। ফায়ার সার্ভিস স্থানীয় বনাঞ্চলে সৃষ্ট আগুন নেভাতে হিমশিম খাচ্ছে। সেখানকার বাতাস এত শুষ্ক যে বিমান থেকে পানি ছেটানো হলেও তা লক্ষ্যে পৌঁছতে পারছে না। আগুন নেভানোর আগেই তা বাষ্প হয়ে উড়ে যাচ্ছে।

এদিকে অ্যারিজোনায় দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত দুই ফায়ার সার্ভিস কর্মী। আগুন ছড়িয়েছে লোকালয়েও। আক্রান্ত এলাকার বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে।

ক্যালিফোর্নিয়া সীমান্তের কাছে উত্তর নেভাডা থেকে অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে। সেখানকার সিয়েরা নেভাডা বনাঞ্চলে দাবনল ছড়িয়ে পড়ায় এলাকা খালি করে ফেলা হচ্ছে। এদিকে ওরেগন অঞ্চলেও দাবানল ছড়িয়ে পড়ছে। সেখানে বায়ুপ্রবাহ থাকায় দাবানল আরো শক্তিশালী হচ্ছে।

গত শনিবার পর্যন্ত ওরেগনের ফ্রিমন্ট-ইউনেমা জাতীয় বনের প্রায় ১২০ বর্গমাইল এলাকা দাবানলের কবলে পড়েছে। এখানকার দাবানল ক্যালিফোর্নিয়ার বৈদ্যুতিক সরবরাহ লাইনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ক্যালিফোর্নিয়ার পাওয়া গ্রিড অপারেটররা গ্রাহকদের বিদ্যুৎ সাশ্রয় করার অনুরোধ জানিয়েছেন। এ ছাড়া ইনডালোর গভর্নর ব্রেড লিটল গত শুক্রবার দাবানলসংক্রান্ত জরুরি অবস্থা জারি করেছে। যুক্তরাষ্ট্রে চলমান দাবানলে এখন পর্যন্ত দুজন ফায়ার সার্ভিসের সদস্য নিহত হয়েছেন।

সূত্র : বিবিসি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *