বিনোদন ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার বুসান শহরে এশিয়ার সবচাইতে বড় চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এর ২৬তম আসরে জায়গা করে নিয়েছে বাংলাদেশি তিনটি চলচ্চিত্র। এতে ‘কিম জিসোক পুরস্কার’-এর জন্য মনোনীত হয়েছে জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘নো ল্যান্ডস ম্যান’। ‘অ্যা উইন্ডো ইন এশিয়ান সিনেমা’ বিভাগে মনোনীত হয়েছে রাব্বি মৃধার ‘পায়ের তলায় মাটি নেই’ ও আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’।

‘রেহানা মারিয়াম নুর’ সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাধন। ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমাতে অভিনয় করেছেন নওয়াজুদ্দীন সিদ্দিকীর মতো অভিনেতা। ‘পায়ের তলায় মাটি নাই’ সিনেমাটিতে অভিনয় করেছেন- মোস্তফা মনওয়ার, প্রিয়াম অর্চি, দীপান্বিতা মার্টিনসহ আরো একঝাক তারকারা।

প্রতি বছরের মতোই এবারও উৎসবটি অনুষ্ঠিত হতে যাচ্ছে অক্টোবরে। করোনার কারণে গত বছর উৎসব অনলাইনে অনুষ্ঠিত হলেও এ বছর সিনেমা হলেই অক্টোবরের ৬ তারিখ থেকে শুরু হয়ে চলবে ১৫ তারিখ পর্যন্ত।

প্রসঙ্গত, প্রতি বছর এশিয়ার নতুন চলচ্চিত্র নিয়ে দক্ষিণ কোরিয়ায় গত ২৬ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই চলচ্চিত্র উৎসবটিকে এশিয়ার সবচাইতে বড় চলচ্চিত্র উৎসব বলে বিবেচনা করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *