সিএনবিডি ডেস্কঃ চলমান মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৪৮৯। এছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৯১২ জনের শরীরে। ফলে এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৫ লাখ ৫২ হাজার ৮৭।

আজ মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৮০ হাজার ৯৩৮টি।

গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২২৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৫ লাখ ৫ হাজার ৩৪৯ জন সুস্থ হলেন।

মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫৩ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ১৩ জনের মধ্যে ১৩ জনই পুরুষ। এদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন। এছাড়া চট্টগ্রাম, বরিশাল ও রংপুর বিভাগে এক জন করে তিন রয়েছেন। ১৩ জনের সবাই হাসপাতালে মারা গেছেন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে পাঁচ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৪১ থেকে ৫০ বছররের মধ্যে দুই জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক জন রয়েছেন।

উল্লেখ্য, গেল সোমবার ৮ মার্চ দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জন মারা যান এবং  ৮৪৫ জন নতুন করে করোনা আক্রান্ত হোন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *