সিএনবিডি ডেস্কঃ চলমান মহামারি নভেল করোনাভাইরাস দেশে ভয়াবহ রূপ নিচ্ছে। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৫৭১ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৭৩ জন শনাক্ত হওয়ায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৫৯ হাজার ১৬৮ জনে।

আজ সোমবার (১৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৬ জনের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ৫ জন। ২৬ জনের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতদের মধ্যে চল্লিশোর্ধ্ব ২ জন, পঞ্চাশোর্ধ্ব ৫ জন এবং ষাটোর্ধ ১৯ জন।

বিভাগীয় হিসেবে দেখা গেছে, ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রামে ১ জন, রাজশাহীতে ১ জন এবং বরিশাল বিভাগে ১ জন করে মারা গেছেন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় দেশের ২১৯টি পরীক্ষাগারে ১৯ হাজার ৪২২টি নমুনা সংগ্রহ এবং ১৮ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪২ লাখ ৮৩ হাজার ২৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় করোনা বা করোনার উপসর্গ নিয়ে সুস্থ হয়েছেন এক হাজার ৪৩২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৩২ লাখ ৭৪ হাজার ২৩ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *