নুর মোহাম্মদ সম্রাট, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে বালুবাহি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার ফকিরপাড়া গ্রামের জিল্লুর হোসেনের ছেলে শামীম হোসেন (১৮) ও পুর্ব কান্তনগর গ্রামের নাজিম হোসেনের ছেলে ফারাইজুল হোসেন (১৬)।
স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার বিকেল ৫টায় খোকশাহাটা ইট ভাটায় কাজ শেষে ভাটা শ্রমিক শামীম হোসেন, ফারাইজুল হোসেন ও ওয়াসিম মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় ধুনট-সোনাহাটা সড়কের খোকশাহাটা ইটভাটা এলাকাতেই বালুবাহী একটি ট্রাকের তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনজন মোটরসাইকেল আরোহী (শ্রমিক) আহত হোন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টায় ফারাইজুল ও শামীমের মৃত্যু হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, ট্রাকের ধাক্কায় দুইজন ইট ভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। ময়না তদন্ত শেষে গতকাল সোমবার মৃতদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
Leave a Reply