কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় অভিযুক্ত তিন জনের মধ্যে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৫জুলাই) নিয়ামতপুর উপজেলার বান্দইল আমবাগানের পার্শে একটি বাড়িতে অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনার মূল আসামী নিয়ামতপুর উপজেলার বান্দইল গ্রামের মৃত তাইজুদ্দিন এর আনারুল ইসলাম (৫০) কে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।

নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এ খবর নিশ্চিত করেন।

গত শনিবার (২৪ জুলাই) বিকালে শিবপুর বেলহট্টি গ্রামে বড় বোনের বাড়ি থেকে নিজ বাড়ির ফেরার জন্য বিকালে ভ্যানযোগে রওনা হয় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। ভ্যানচালক কৌশলে তাকে সন্ধ্যার পর নিয়ামতপুর উপজেলা ৬নং ইউনিয়নের বান্দইল নামক স্থানে আম বাগানে নিয়ে দলবেঁধে ধর্ষণ করে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, ‘ঘটনার বিবরণে অভিযান চালিয়ে এক আসামিকে আটক করি’। এ বিষয়ে থানায় তিন জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত দুই আসামী পলাতক রয়েছে। তাদেরকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *