নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় বয়েজ উদ্দিন প্রামানিক হত্যা মামলার আসামী জামিনে এসে বাদীর বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা ১২ টার সময় উপজেলার কালিকাপুর ইউপির চকগৌরী গ্রামের নিহতের ছেলে মামুন রশিদ প্রামানিক এর বাড়ীতে।

হত্যা মামলার আসামী হলেন একই এলাকার প্রতিবেশী জেহের আলী প্রামানিক এর ছেলে হবিবর রহমান (৫৫)।

জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখে প্রতিবেশী হবিবর রহমান ও সুলতান এর মারপিটে বয়েজ উদ্দিন নিহত হন। এঘটনায় মান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনায় ২ জন আসামী গ্রেফতার করে পুলিশ জেল হাজতে প্রেরণ করে। দীর্ঘদিন জেল হাজত খেটে জামিনে বের হয়ে আবারো বাদীকে শাসন-গর্জন ও প্রাণনাশের হুমকিসহ বসত বাড়ীতে হামলা চালান। হামলার ঘটনায় বাদী মামুন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

২৮ এপ্রিল সকালে মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি অবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *