মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ বাংলার স্থপতি শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবর্ষ উপলক্ষে  বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা দেয়া ভূমিহীন পরিবাবারের মাঝে উপহারের ঘর পরিদর্শন করলেন নীলফামারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ। গেল রবিবার (৪-জুলাই) সকালে উপজেলা ঝুনাগাছ চাপানী ইউনিয়নের কেল্লা পাড়া, আশ্রয়ন কেন্দ্র ও একই উপজেলার বালাপাড়া ইউনিয়নে কোড়ানীপাড়া, বালাপাড়া আশ্রয়ন ২ প্রকল্পের ঘর পরিদর্শন করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেনে, উপজেলা নির্বাহি অফিসার (অঃদাঃ) সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান, ত্রান শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান ও বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

ঘর গুলোর কাজের গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করে পরিদর্শন করেন এবং  উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *