প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা সিএমএইচে ভর্তি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা সিএমএইচে ভর্তি

সিএনবিডি ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানী ঢাকার  সিএমএইচে ভর্তি করা হয়েছে। কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা নিয়ে দুই সপ্তাহ আগে তিনি সিএমএইচে ভর্তি হন। গতকাল মঙ্গলবার থেকে তার শারীরিক পরিস্থিতি অবনতি হয়েছে বলে বিশ্বস্ত একাধিক সূত্র জানিয়েছে।

আজ বুধবার (৩ মার্চ) সকালে এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের স্ত্রী জানান, এইচ টি ইমাম সিএমএইচে ভর্তি রয়েছেন।

এদিকে সূত্র বলছে, এইচ টি ইমাম দীর্ঘদিন ধইে কিডনি জটিলতায় ভুগছেন। সাম্প্রতিক সময়ে অসুস্থতা বাড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। প্রায় দুই সপ্তাহ ধরে তিনি চিকিত্সাধীন। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হয়ে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ৮২ বছর বয়সী হোসেন তৌফিক ইমাম। যিনি দেশের রাজনৈতিক অঙ্গনে এইচ টি ইমাম নামেই বেশি পরিচিত।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *