প্রেসিডেন্ট নির্বাচনে আমরাই জিতেছি : ডোনাল্ড ট্রাম্প

প্রেসিডেন্ট নির্বাচনে আমরাই জিতেছি : ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত প্রেসিডেন্ট নির্বাচনে তিনিই জিতেছেন এবং যদি  তিনি আগামী ২০২৪ সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাহলে তাঁর জন্য পর্যাপ্ত পরিমাণ সমর্থনও রয়েছে। মার্কিন গণমাধ্যম নিউজম্যাক্সকে গতকাল (বুধবার)  এসব কথা বলেন।

পরে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী নির্বাচনের বিষয়ে প্রশ্ন রেখে বলেছেন, “২০২৪? আমি এখনই বলতে পারছি না তবে আমাদের ব্যাপক সমর্থন রয়েছে।”

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সে ব্যাপারে তিনি বলেন, এটা বলার এখনো সময় আসে নি।  ট্রাম্প বেশ গর্বভরে বলেন, “আমি হচ্ছি ইমপিচ হওয়া একমাত্র ব্যক্তি যার প্রতি জনসমর্থন বাড়ছে।”

ডোনাল্ড ট্রাম্প নিজ দলের নেতাদের সমালোচনা করে বলেন, রিপাবলিকান দলের লোকজন নিতান্তই ভদ্র, তারা শুধু নিজেদের দলের লোকের ওপর আঘাত হানতে পারেন। সুত্রঃ পার্সটুডে, নিউজম্যাক্স।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *