ফঠিকছড়ির শোভনছড়িতে উদ্বোধন হলো মুজিব শতবর্ষ লং পিচ টেপ টেনিস গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট

১৯ শে ফেব্রুয়ারী শুক্রবার বিকাল তিন টায় ঐতিহ্যবাহী শোভনছড়ি ছায়ানীড় একতা সংঘ কতৃক আয়োজিত শোভনছড়ি নয়াহাট বাজার সংলগ্ন মাঠে মুজিব শতবর্ষ উপলক্ষে লং পিচ টেপ টেনিস গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে । উদ্বোধনী খেলায় শোভনছড়ি ছায়ানীড় একতা সংঘের সভাপতি মোঃ মনজুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুয়াবিল আধুনিক কিন্ডাগার্টেনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এম. নুরুল আলম নুরু । খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং সুয়াবিল ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান  জয়নাল আবেদীন । এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য ও সিনিয়র যুগ্ন আহ্বায়ক ১১নং সুয়াবিল ইউনিয়ন এর আহ্বায়ক  সুমন সিকদার।  উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন চুরখাঁহাট দক্ষিণ পাড়া ক্রিকেট একাদশ বনাম ফকির বাগিচা নবজাগরণ ক্লাব। খেলায় ফকির বাগিচা নবজাগরণ ক্লাব একাদশ কে ৮ উইকেটে হারিয়েছে চুরখাঁহাট দক্ষিণ পাড়া ক্রিকেট একাদশ। খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন চুরখাঁহাট দক্ষিণ পাড়া ক্রিকেট একাদশের ক্রিকেটার লিয়াকত। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ বোরহান রেজা, মোঃ আরকাম রুমি, মোঃ পাভেল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *