ফিলিস্তিন আল-আকসা নিয়ে বানাল ভিডিও গেম

ফিলিস্তিন আল-আকসা নিয়ে বানাল ভিডিও গেম

মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসা যা জেরুজালেমে অবস্থিত। এই পবিত্র মসজিদ নিয়ে ভিডিও গেম বানিয়েছে ফিলিস্তিনের একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। চলতি সপ্তাহে ‘গার্ডিয়ানস অব আল-আকসা’ নামে গেমটির দ্বিতীয় সংস্করণ চালু করা হচ্ছে। খবর দ্য নিউ আরবের।

দ্য নিউ আরবের এক প্রতিবেদনে জানা গেছে, পবিত্র এ মসজিদটিতে ইসরাইলি বাধা উপেক্ষা করে মুসল্লিরা কীভাবে নামাজ পড়তে যান, তা নিয়েই ভিডিও গেমটি তৈরি করা হয়েছে। এরই মধ্যে গেমটির প্রথম ভার্সন অনলাইন থেকে দুই লাখেরও বেশি ইউজার ডাউনলোড করেছেন।

ফিলিস্তিনের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বুর্জ আল-লুকলুকের প্রধান মুনতাসির জানান, তার সংস্থার তৈরি এ ভিডিও গেমটির অর্ধেকেরও বেশি ডাউনলোড করেছেন তুরস্ক, ইউরোপ ও ইন্দোনেশিয়ার নেটিজেনরা। ভিডিও গেমটির জনপ্রিয়তার কথা চিন্তা করে বেশ কয়েকটি ভাষায় এটি তৈরি করা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *