ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বর্নি ইউনিয়নে একটি ফুটবল টুর্নামেন্ট চলাকালে মাঠে ঢুকাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ১০ ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মাঝে ৭ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ১০ মার্চ বুধবার সন্ধ্যায় উপজেলার বর্নি ঈদগাহ সংলগ্ন মাঠে পশ্চিম বর্নি ফুটবল টুর্নামেন্ট চলছিল। খেলা চলাকালীন ফঠিক আহমদ নামক এক ব্যক্তি মাঠে ঢুকে পড়লে, সাহেদ আহমদ নামক আরেক ব্যক্তি তাকে মাঠ থেকে বের করে দেন। এর জের ধরে খেলা শেষে ফঠিকের নেতৃত্বে সাহেদ আহমদসহ তার লোকজনের ওপর অর্তকিত হামলা চালানো হয়। এতে সাহেদ আহমদ, তছলিম আলী, ফয়েজ উদ্দিন, আমির উদ্দিন, সুবেদ আহমদ, মদরিছ আলী, রাবিয়া বেগম সহ উভয় পক্ষের ১০ ব্যক্তি আহত হন। এসময় কয়েকটি যানবাহন ও ভাংচুর করা হয়। আহতদের ৭ জনকে বড়লেখা উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বড়লেখা থানার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এর সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নিবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *