ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কবিরমামুদ পঞ্চায়েত টারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধুর নাম নাছরিন সুলতানা(২৭)। তিনি ওই গ্রামের মিঠু মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, দুপুরে ঘরের ভিতর মাকড়সার জাল পরিস্কার করছিলেন ওই গৃহবধু। বিদ্যুতের তার ছিদ্র।। থাকায় ওই তারে হাত লেগে এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘরের মধ্যেই তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।