শনিবার, ১০ জুন ২০২৩, ০৬:২২ অপরাহ্ন

ফেনীতে মহাসড়কের জায়গা দখল ও আইন ভঙ্গ করে পরিবার পরিকল্পনা বিভাগের ভবনের নকশা অনুমোদন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৭২ বার পাঠিত
ফেনীতে মহাসড়কের জায়গা দখল ও আইন ভঙ্গ করে পরিবার পরিকল্পনা বিভাগের ভবনের নকশা অনুমোদন
ফেনী প্রতিনিধিঃ মহাসড়কের জায়গা দখল ও মহাসড়ক আইন ২০১৮এর ৩৭নং ধারা ভঙ্গ করায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালককে উক্ত ধারা লঙ্ঘনের দায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সওজ’র উপ-বিভাগীয় প্রকৌশলী একটি চিঠি দিয়েছেন। গত ৪জানুয়ারি তিনি এ চিঠি দেন।
তিনি উল্লেখ করেন, ফেনী সড়ক বিভাগাধীন (মোহাম্মদ আলী বাজার-ছাগলনাইয়া-করেরহাট সড়ক, জেড-১০৩১) এর ৪র্থ কিলোমিটার ৭২নং উত্তর শিবপুর মৌজার দাগ নং-৯৩৭ এর পার্শ্ববর্তী দাগ নং -৯৩৬ এর অর্থাৎ ফেনী শহরের সালাহউদ্দিন  ও দেওয়ানগঞ্জ মোড়ের মধ্যবর্তী সড়কের পূর্ব পার্শ্বে জেলা পরিবার পরিকল্পনা অফিস নির্মাণের কার্যক্রম চলছে। যা সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩৭নং ধারা লঙ্ঘনের শামিল।
উক্ত অফিসটি নির্মাণের ক্ষেত্রে সড়ক আইনের কোন রূপ তোয়াক্কা করা হচ্ছেনা বরং সড়কের ৫ফিট জায়গা দখল করে ভবনটির নকশা অনুমোদন করা হয়েছে। কিন্তু মহাসড়ক আইন ২০১৮এর ৩৭নং ধারা অনুসারে মহাসড়কের পাশে ১০মিটার তথা ৩৩ফুট জায়গা খালি রাখার আইন কার্যকর রয়েছে। অথচ জেলা পরিবার পরিকল্পনা অফিস করার ক্ষেত্রে উক্ত আইনটি একেবারেই মানা হচ্ছেনা বরং সড়কের পাশের ড্রেনটি অতিক্রম করে সড়কের ৫ফুট জায়গা দখল করা নকশা অনুমোদন করা হয়েছে।
উক্ত ঘটনা সম্পর্কে সওজ’র উপ-বিভাগীয় প্রকৌশলী চ:দা: এফএম শামছুদ্দোহা বলেন,এই ব্যাপারে তারা অবগত আছেন এবং ইতিমধ্যে তারা পরিবার পরিকল্পনাকে আইন মেনে ভবন করতে অনুরোধ করে চিঠি দিয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত নকশা অনুসারে আইন ভঙ্গ করে ভবনটি নির্মিত হলে ভবিষ্যতে সড়কটির সম্প্রসারণ কাজ বাধাগ্রস্থ হবে এবং কোনো রূপ ফুটপাত নির্মাণ অসম্ভব হয়ে পড়বে। ইতোমধ্যে বিদ্যুৎ এর পিলার স্থাপনের ক্ষেত্রে দেখা যায়, অন্য পিলারগুলো যেখানে সড়ক থেকে অনেক দূরে রয়েছে সেখানে উক্ত স্থানের পিলারগুলো একেবারে সড়কের পাশে স্থাপন করা হয়েছে।
এছাড়াও পৌরসভার যে প্রধান ড্রেনটি রয়েছে সেটি ভবনটির নিচে চলে যাওয়ার কারণে ওই স্থানে জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে।
এলাকাবাসী জানায়,সড়ক আইন ভঙ্গ করে অপরিকল্পিতভাবে উক্ত ভবনটি নির্মাণ করা হলে ভবিষ্যতে যান চলাচলসহ নানাবিধ সমস্যার সৃষ্টি হবে। এ বিষয়ে তাদের মধ্যে তীব্র ক্ষোভ প্রকাশ পেয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একজন স্থানীয় ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পরিবার পরিকল্পনার সরকারি কর্মকর্তারা আইন না মানলে জনগণ আইনের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলবে, তাদের উচিৎ আইন মেনে দৃষ্টান্ত উপস্থাপন করা।’  এলাকাবাসি উক্ত স্থানে ভবনটি নির্মাণ না করার জোর দাবি জানায়।

নিউজটি শেয়ার করুন..

More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2021 CNBD.TV    
IT & Technical Supported By: NXGIT SOFT
themesba-lates1749691102