শনিবার, ১০ জুন ২০২৩, ০৫:৩৬ অপরাহ্ন

বাহরাইনে করোনার কারণে মসজিদে নামাজ দুই সপ্তাহ স্থগিত

মোঃ মোস্তাফিজুর রহমান
  • আপডেট টাইম: বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৫৬ বার পাঠিত
বাহরাইনে করোনার কারণে মসজিদে নামাজ দুই সপ্তাহ স্থগিত

আন্তর্জাতিক ডেস্কঃ বাহরাইনে করোনার কারণে সব মসজিদে নামাজ ও ধর্মীয় অনুষ্ঠান দুই সপ্তাহ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে।

তবে আহমাদ আল ফাতেহ ইসলামিক সেন্টার থেকে সীমিত মুসল্লির উপস্থিতিতে জুমআ’র নামাজ এবং খুতবা সরাসরি সম্প্রচার অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেদেশের কর্তৃপক্ষ।

মন্ত্রণালয় জানিয়েছে, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বয়স্ক ব্যক্তিদের সুরক্ষার লক্ষ্যে সুন্নি এবং জাফেরি ওয়াকফ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। পরিস্থিতি কি দাঁড়ায় সেটি পর্যালোচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করা হবে বলেও জানিয়েছে তারা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, বাহরাইনে মঙ্গলবার নতুন করে ৭৫৯ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এসময় সুস্থ হয়েছে ৬৬০ জন। আর মৃত্যু হয়েছে ৪ জনের। দেশটিতে এখনও ৬ হাজার ১৩১ জন সক্রিয় করোনা রোগী রয়েছে। সুত্রঃ আল এরাবিয়া।

 

নিউজটি শেয়ার করুন..

More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2021 CNBD.TV    
IT & Technical Supported By: NXGIT SOFT
themesba-lates1749691102