শনিবার, ১০ জুন ২০২৩, ০৫:৫৬ অপরাহ্ন

বেনাপোল স্টাফ এসোসিয়েশনের বার্ষিক ক্রিকেট টুর্ণামেন্টে বিজয়ী কার্গো শাখা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৭৯ বার পাঠিত
বেনাপোল স্টাফ এসোসিয়েশনের বার্ষিক ক্রিকেট টুর্ণামেন্টে বিজয়ী কার্গো শাখা

মোঃ লোকমান হোসেন, যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী হয়েছেন কার্গো শাখা ক্রিকেট একাদশ।

শুক্রবার(১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার সময় ঐতিহ্যবাহী বেনাপোল ফুটবল মাঠ প্রাঙ্গনে লটারির মাধ্যমে এ খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মফিজুর রহমান সজন।
উৎসবমুখর পরিবেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত ক্রিকেটপ্রেমীরা খেলাটি উপভোগ করেন।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক সাজেদুর রহমানের সঞ্চালনায় এ ক্রিকেট টুর্ণামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব শামসুর রহমান (সাবেক সভাপতি বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এ্যসোসিয়েশন), এমদাদুল হক লতা (সাধারণ সম্পাদক বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন)।
বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের চারটি শাখা খেলায় অংশ গ্রহণ করেন। শাখাগুলো হলো, শুল্কায়ন শাখা, ব্যাংক শাখা, ডেলিভারি শাখা ও কার্গো শাখা।
খেলার প্রথম রাউন্ডে শুল্কায়ন শাখা ও ডেলিভারি শাখা এবং ব্যাংক শাখা ও কার্গো শাখা একে অপরের মুখোমুখি হয়।
প্রথম রাউন্ডের প্রথম খেলায় শুল্কায়ন শাখা ডেলিভারি শাখাকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায়। এবং প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় কার্গো শাখা ব্যাংক শাখাকে হারিয়ে দ্বিতীয় দল হিসাবে ফাইনালে পৌঁছে যায়।
ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ১২ ওভারে কার্গো শাখা ১৩২ রান করে। উক্ত রানের টার্গেটে খেলতে নেমে শুল্কায়ন শাখা ১১২ রানে অলআউট হয়ে যায়। ফলে ফাইনাল ম্যাচে কার্গো শাখাকে জয়ী হিসাবে ঘোষণা করা হয় ও তাদের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2021 CNBD.TV    
IT & Technical Supported By: NXGIT SOFT
themesba-lates1749691102