শনিবার, ১০ জুন ২০২৩, ০৫:৩৫ অপরাহ্ন

মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বেদম পেটালো শিক্ষক (ভিডিও)

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ২৮৩ বার পাঠিত
ctg hat hazari beaten

সিএনবিডি ডেস্কঃ চট্টগ্রামের হাটহাজারীর ফটিকা গ্রামের মারকাজুল কোরআন ইসলামিক একাডেমি নামে একটি হাফেজী মাদ্রাসার শিক্ষক ৮ বছরের এক  শিশু শিক্ষার্থীকে বেদমভাবে পিটয়েছে। যার এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় তুলছে।

জানা গেছে, ওই শিক্ষার্থীর মা তাকে মাদরাসায় দেখতে আসেন এবং তিনি চলে যাওয়ার সময় তাঁর পিছু পিছু কিছুদুর ওই শিক্ষার্থী যাওয়ায় তাকে এমন নির্মমভাবে পিটানো হয়েছে। নির্যাতনের শিকার শিশু ইয়াসিন হাটহাজারীর পৌর এলাকার মারকাযুল কুরআন ইসলামিক একাডেমি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। ওই সময়কার ধারণ করা বেদম প্রহারের ৩৩ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, শিশুটিকে নির্মমভাবে প্রহার করছে তার শিক্ষক। এ নিয়ে তোলপাড় হয়ে উঠে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম। শিক্ষকের কঠোর শাস্তি দাবিসহ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকেই।

এদিকে বিকেলের ওই ঘটনার একটি ভিডিও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠানো হয়। তাৎক্ষণিক হাটহাজারি থানার একটি টিম নিয়ে ঘটনাস্থলে ছুটে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেখানে শিশুটির সাথে কথা বলে অভিযুক্ত শিক্ষক হাফেজ ইয়াহইয়াকে আটক করা হয়।

তবে নির্যাতনের শিকার শিশুর পরিবারের একটি আবেদনে নির্যাতনকারী ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি জানালেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

নিউজটি শেয়ার করুন..

More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2021 CNBD.TV    
IT & Technical Supported By: NXGIT SOFT
themesba-lates1749691102