তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে আরোপিত নিষেধাজ্ঞা, কঠোর লকডাউন চলমান বিধিনিষেধ নিশ্চিতে মৌলভীবাজারের সকল উপজেলায় মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে রোজ সোমবারও (২৬ জুলাই) এমোবা অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযান চলমান বিধিনিষেধ অমান্য করায় মোবাইল কোর্টে ১৩৮ জনকে মোট ৭৬ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া সাময়িকভাবে আটক করা হয়েছে ৭ জনকে।
সোমবার (২৬ জুলাই) সকাল ১০ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত একযোগে মৌলভীবাজার জেলার সকল উপজেলায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১)(খ) ধারায় এই অর্থদণ্ড করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারগণ (ভূমি) এবং জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। এসময় তাদের সহযোগিতা করে মৌলভীবাজার জেলা পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার বাহিনীগন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *