তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারে প্রতিদিনই আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ।হু হু করে বেড়ে চলছে মৌলভীবাজার জেলায় পজেটিব রোগি।শহর ছাপিয়ে গ্রামেগঞ্জে ছঁড়িয়ে পড়েছে করোনার ডেল্টা ভ্যরিয়েন্ট, হাসপাতালগুলোতে সিট খালি নেই।

গত ২৪ ঘন্টায় জেলায় ৫৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে;  গতকাল শনাক্তের হার ছিল ৪৩ শতাংশ তা আজ বেড়ে দাঁড়িয়েছে ৫২ শতাংশে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ে তথ্য মতে গত ২৪ ঘন্টায় ১০৮ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৫২ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় জেলায় সুস্থ হয়েছেন ১৮ জন।

নতুন আক্রান্ত ৫৬ জনের মধ্যে রাজনগর ৭ জন, কুলাউড়া ১ জন, কমলগঞ্জের ২ জন, শ্রীমঙ্গলের ১ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ৪৫ জন।

বিগত ২০শে মার্চ ২০২০ইং থেকে ৬ জুলাই ২০২১ইং পর্যন্ত জেলায় মোট ৩২৩৮  জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৭ জন। সুস্থ হয়েছেন ২৭৫০  জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *