তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে মৌলভীবাজারে এসে আটক হয়েছেন ১৪ জন রোহিঙ্গা শরণার্থী। মৌলভীবাজার সদরের চোবড়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। শুক্রবার (২ জুলাই) রাতে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান দেশের জনপ্রিয় এক গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেছেন। এছাড়াও স্থানীয় গণমাধ্যমগুলোকে নিশ্চিত করেন মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক।

মৌলভীবাজার ওসি জানান, লকডাউনের সময় আইন অমান্য করায় তাদের গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আসল তথ্য।

অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জানান, জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া গেছে তারা রোহিঙ্গা সদস্য। শরণার্থী ক্যাম্প থেকে এখানে এসেছেন তারা।

পুলিশ সূত্রে আরও জানা যায়, তারা মৌলভীবাজার শহরে আরও দুইদিন আগেই প্রবেশ করে। কোনও একভাবে তারা উখিয়া শরণার্থী ক্যাম্প থেকে বের হয়ে এসেছে। এরপর কয়েকদিন চট্রগ্রামে অবস্থান করে কাজের সন্ধান চালায়। পরে তারা সিলেটে আসে কাজের সন্ধানে। আর সেই সূত্রেই মৌলভীবাজার আসা।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সন্ধ্যায় আমাদের টিম লকডাউন বাস্তবায়নের জন্য মাঠে ছিল। শহরের চোবড়া এলাকায় তাদের দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। এখানে প্রথমে তারা স্বীকার করেননি। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করেছেন।

পুলিশ জানাচ্ছে, এ ঘটনায় আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া হবে। পরে তাদের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *