তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার খোঁজার মসজিদের মোয়াজ্জিনের বিরুদ্ধে ৯ বছরের এক কন্যাশিশুকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

অভিযুক্ত মোয়াজ্জিনে আরব আলী (৫০) হবিগঞ্জের উমেদনগর গ্রামের মৃত মনজফ আলীর ছেলে। সে গত ১০বছর  ধরে মৌলভীবাজারের ঐ মসজিদে মোয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছে।

স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (২৮জুন) সকালে ওই শিশু প্রতিদিনের মতো মসজিদে মক্তব পড়তে যায়। এসময় মসজিদের মোয়াজ্জিন পাশে একটি রুমে নিয়ে গিয়ে ভিকটিমের সাথে বিভিন্নভাবে অশ্লীল শারীরিক নির্যাতন চালায় এবং এক পর্যায়ে ধর্ষণ চেষ্টা চালায়। শিশুটি চিৎকার দিলে আশপাশের শিশুরা ছুটে আসে। তখন অভিযুক্ত মোয়াজ্জিন শিশুটিকে ছেড়ে দেয়।

পরে মক্তব ছুটি হলে শিশুটি বাড়িতে ফিরে অভিভাবকের কাছে ঘটনার বর্ণনা দেয়। পরে বিষয়টি জানাজানি হলে মসজিদ পরিচালনা কমিটির কয়েকজন সদস্য মিলে স্থানীয় একটি মাদ্রাসায় সালিশ বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করেন। কিন্তু পরদিন ভোরে অভিযুক্ত মোয়াজ্জিন মসজিদ থেকে পালিয়ে যায়।

মঙ্গলবার নির্যাতিত শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন শিশুটির পিতা মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিনুল হক জানান, থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত মোয়াজ্জিনকে বুধবার (৩০জুন) ভোরে তার বাড়ি হবিগঞ্জের উমেদনগর থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে  আসামিকে আদালতে প্রেরন করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *