যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বাড়ছে আত্মহত্যার চেষ্টা

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বাড়ছে আত্মহত্যার চেষ্টা

মোঃ লোকমান হোসেন, যশোর প্রতিনিধি: সম্প্রতি যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে এক বন্দি ফারদীন ওরফে দুর্জয় (১৭)নামে একজন হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে আত্মহত্যার চেষ্টা  দিন দিন বাড়ছে আত্মহত্যার চেষ্টা। 
গত দু’দিন আগে শনিবার দুপুরে যশোরের পুলেরহাটে  শিশু উন্নয়ন কেন্দ্রের অভ্যন্তরে দুর্জয় আত্মহত্যার চেষ্টা করেন। এ নিয়ে বিগত তিনমাসে তিনজন বন্দি আত্মহত্যার চেষ্টা চালায়। আত্মহত্যার চেষ্টাকারী ফারদীন ওরফে দুর্জয় (১৭) যশোরের পুলিশ লাইন এলাকার ফারুক হোসেনের ছেলে।
সে ইমু হত্যা মামলার আসামী, ৩০ জুলাই থেকে আদালতের নিদের্শে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের হেফাজতে আছে।এসময় কর্তৃপক্ষ আত্মহত্যা চেষ্টার বিষয়টি বুঝতে পেরে গুরুতর অসুস্থ অবস্থায় যশোর২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, ঠিক কি কারণে সে আত্মহত্যার চেষ্টা করেছে সেটা বলা সম্ভব হচ্ছে না। সুস্থ হয়ে ফিরলে জানা যাবে।
এরা আগে গত১৭ অক্টোবর ২০২০ বিছানার চাঁদর পেছিয়ে আত্মহত্যার চেষ্টা করে সাকিব তালুকদার (১৫), ১৯ অক্টোবর বাথরুমের দরজার সাথে ফাঁস লাগিয়ে আবির হোসেন রানা (১৩) আত্মহত্যার চেষ্টা করে, ২০ অক্টোবর সায়েম হাওলাদার গ্রিলের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
এর আগে গত ১৩ আগস্ট বেলা ১২টা থেকে বিকাল পর্যন্ত এই কেন্দ্রের ১৮ কিশোরকে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্দেশে তাদের অনুগত ৮ কিশোর পৈশাচিক কায়দায় নির্যাতন করে। এ ঘটনায় অমানুষিক নির্যাতনে তিন কিশোর নিহত ও ১৫ কিশোর আহত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *