যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩২৩৫ জনের মৃত্যু!

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩২৩৫ জনের মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে আরও দাপট দেখাচ্ছে করোনা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২.৫ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হওয়ার পাশাপাশি মৃত্যু হয়েছে ৩ হাজারের বেশি মানুষের।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৪৯ হাজার ৫১৯ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২ কোটি ২৬ লাখ ৯৯ হাজার ৯৩৮ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২৩৫ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৩ লাখ ৮১ হাজার ৪৮০ জনে ঠেকেছে।

অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ১ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার ৭৮ জনে পৌঁছেছে।

গত বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এর পর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হারে দীর্ঘ হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে সংক্রমিতের সংখ্যা ২৬ লাখ ৭৭ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৬৮২ জনের।

টেক্সাসে আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৬১ হাজার। যেখানে প্রাণহানি ঘটেছে ৩০ হাজার ৫২৭ জনের।

ফ্লোরিডায় করোনার শিকার ১৪ লাখ ৬৪ হাজার মানুষ। ইতোমধ্যে সেখানে ২২ হাজার ৮১৪ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ১১ লাখ ৫০ হাজার। এর মধ্যে না ফেরার দেশে ৩৯ হাজার ৪৪৭ জন ভুক্তভোগী।

ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১০ লাখ ২৪ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ২১০ জন।

জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৭ লাখ ৪৯ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণ ঝরেছে ১১ হাজার ৪৫৭ জনের।

পেনসিলভেনিয়ায় আক্রান্তের সংখ্যা ৭ লাখ ১৯ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৭ হাজার ৭২২ জন মানুষ।

নিউ জার্সিতে করোনার শিকার ৫ লাখ ৭৯ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৯ হাজার ৯৩৩ জনের।

এ ছাড়া ওহিও, টেনেসিস, উত্তর ক্যারোলিনা, অ্যারিজোনা, মিশিগান, ইন্ডিয়ানা, উইসকনসিনের  মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *