হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত বৃহস্পতিবার বিকালে গোগর চৌরাস্তা সরকারি প্রাইমারি স্কুল মাঠে একদিনের ফুলিবল ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে গোগর বৈকালি ক্লাবের আয়োজনে ক্লাব সভাপতি আরমানের সভাপতিত্বে টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, বালিয়াডাঙ্গী উপজেলার সাবেক উপজেলার চেয়ারম্যান সফিকু্ল ইসলাম, ইউপি চেয়ারম্যান আমিনুল হক আমিন, ক্রীড়া ব্যক্তিত্ব অধিক্ষ্য সাদেকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও স্থানীয় সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। এক দিনের ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালিয়াডাঙ্গী ভলিবল দল বনাম রোহান ট্রেডার্স ভলিবল দল অংশগ্রহণ করে। চুড়ান্ত খেলার ফলাফলে বালিয়াডাঙ্গী দল ২-১ গেমে রোহান ট্রেডার্সকে হারিয়ে বিজয়ী হন।পরে বিজয়ী ও রানার আপদের মাঝে পুরস্কার হিসাবে ট্রফি ও নগদ অর্থ দেয়া হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *