রাণীশংকৈলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

রাণীশংকৈলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও  জাতীয় শিশু দিবস ১৭ মার্চ বুধবার পালিত হয়েছে।

এ উপলক্ষে এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে। উপজেলা সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলি, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, সম্পাদক তাজউদ্দিন, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান- শেফালী বেগম, সহকারি কমিশনার (ভূতি) প্রীতম সাহা, কৃষিকর্ম কর্তা সঞ্জয়

দেবনাথ, ওসি( তদন্ত) লু্ৎফর রহমান শেখ, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মহিলা লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, প্রভাষক প্রশান্ত  বসাক প্রমুখ।

এ ছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক সাাস্কৃতিক নেতা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে অধ্যাপক সুকুমার মোদকের পরিচালনায় রাণীশংকেল সংগীত বিদ্যালয়ের শিল্পিরা সংগীত পরিবেশন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *