মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর রায়পুরে গত (১৬ জুলাই) দুপুরে ভাড়াটিয়া সন্ত্রাসীরা স্বপন মাতাব্বরের পানের বর ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠছে। ঘঠনাটি ঘটে রায়পুর ১নং ইউনিয়ন ২নং ওয়ার্ডে।
অভিযোগকারী স্বপন মাতাব্বর বলে জমিটি আমার বাপ-দাদার আমল থেকে চাষাবাদ করে যাচ্ছি আমাদের নামে হাল রেকর্ড রয়েছে, তাহেরা ম্যাডামের নিদের্শে আমার জমিতে সন্ত্রাসী বাহিনী  দিয়ে ভাংচুর করে পানের বরজ নষ্ট করেছে। আমরা এখন নিরাপত্তা হীনতায় ভুগছি।
স্থানীয় মোহাম্মদ কামাল হোসেন বলেন, দীর্ঘদিন স্বপন মাতাব্বার এই জমিতে চাষ করে যাচ্ছে, বহিরাগত সন্ত্রাসী ভাংচুর করেছে এটি দুঃখজনক। এই ব্যাপারে মুঠো ফোনে তাহেরা ম্যাডাম বলেন, আমার জমিতে আমি লেবার নিয়ে পরিস্কার করতে গিয়েছি কিন্তু আমার লেবারদের মারধর করেছে।
রায়পুর হায়দরগঞ্জ ফাঁড়ির ইনচার্জ হাসান জাহাঙ্গীর বলেন, এই বিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসেনাই। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *