মোঃ জহির হোসেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পুরে বাবুরহাট ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে প্রধান উদ্যোক্তা জালাল উদ্দিন রানার নেতৃত্বে মা ও শিশু হাসপাতালের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং করা হয়েছে।
মঙ্গলবার ( ৯ মার্চ) সকাল ১০ টায় বাবুরহাট বিএন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়। আশেপাশের দুস্থ্য অসহায় সহ দুশ`র অধিক লোকজন ফ্রি চিকিৎসা সেবা নেয়।
ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন বারডেম হাসপাতালের সহকারি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোবারক হোসেন এবং প্রসূতি বিদ্যা ও স্ত্রী রোগের চিকিৎসক ডাক্তার অন্তরা কর্মকার।
এসময় উপস্থিত ছিলেন বাবুরহাট ব্লাড ফউন্ডেশনের প্রধান পরিচালক জালাল উদ্দীন রানা, প্রধান অতিথি বাবুরহাট ব্লাড ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নাজমুল ইসলাম মিঠু, উপদেষ্টা গোলাম ফারুক।
বিশেষ অথিতি হিসেবে ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দদের মধ্যে উওম সাহেব, আনোয়ার হোসেন সুমন, রাসেল হোসেন সুমন , আশিক চৌধুরি মুরাদ উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদকসহ সদস্যরাও উপস্থিত ছিলেন।
Leave a Reply