রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ : সন্ধ্যায় বাংলাদেশ লিজেন্ডসের মুখোমুখি শ্রীলঙ্কা

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ: সন্ধ্যায় বাংলাদেশ লিজেন্ডসের মুখোমুখি শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্কঃ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে আজ বুধবার (১০ মার্চ) সন্ধ্যা ৭.৩০ টায় বাংলাদেশ লিজেন্ডসের মুখোমুখি হবে শ্রীলঙ্কা লিজেন্ডস। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস চ্যানেল।

বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১০ উইকেটে পরাজিত হয়। এরপর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হারে রফিক-সুজনরা। এদিকে এই  টুর্নামেন্টে চার ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে লঙ্কানরা। শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিচ্ছেন তিলকরত্নে দিলশান।

বাংলাদেশ লিজেন্ডস স্কোয়াড: খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ শরীফ, মুশফিকুর রহমান বাবু, এ এন এম মামুন উর রশিদ, নাফিস ইকবাল, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, খালেদ মাসুদ পাইলট, হান্নান সরকার, জাভেদ ওমর বেলিম, রাজিন সালেহ, মেহরাব হোসেন, নাজিমউদ্দিন ও আলমগীর কবির।

শ্রীলঙ্কা লিজেন্ডস স্কোয়াড: উপুল থারাঙ্গা, চামারা সিলভা, চিন্থাকা জয়াসিংহে, থিলান তুষারা, নুয়ান কুলাসেকারা, রাসেল আর্নল্ড, অজান্থা মেন্ডিস, পারভেজ মাহরুফ, সনাৎ জয়াসুরিয়া, মানজুলা প্রসাদ, মালিন্দা ওয়ার্নাপুরা, দামিকা প্রসাদ, রঙ্গনা হেরাথ, চামারা কাপুগেদারা, তিলকরাত্নে দিলশান এবং দুলানজানা বিজেসিংহে।

প্রসঙ্গত, আগামী ৫ মার্চ থেকে শুরু হয় ১৭ দিনের এই টুর্নামেন্ট। গ্রুপ পর্বের খেলা চলবে ১৬ মার্চ পর্যন্ত। ১৭ মার্চ প্রথম সেমিফাইনাল, ১৯ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল ও ২১ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। সবগুলো ম্যাচই শুরু হবে ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *