তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মেনে হোটেল, রিসোর্ট পরিচালনা করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার (২২মে) উপজেলার ডলুছড়ায় অবস্তিত লেমন গার্ডেন রিসোর্টসহ কয়েকটি হোটেল, রিসোর্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় স্বাস্থ্যবিধি না মেনে লেমন গার্ডেন রিসোর্ট পরিচালনা করার সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ অনুযায়ী একটি মামলায় ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:নেছার উদ্দিন।
এসময় মো. নেছার উদ্দিন বলন, করোনাকালীন সময়ে প্রশাসনের বাঁধা নিষেধ থাকার পর ও আইন অমান্য করেছে।এজন্য মহামারীতে এমন আচরণ শোভনীয় নয় এবং এ অভিযান প্রতিনিয়তো অব্যহত থাকবে। লেমন গার্ডেন রিসোর্টকে ২০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে দেয়া হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *