লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ৮নং ওয়ার্ডস্থ নাওঘাটা এলাকায় হাঙ্গর ব্রিজের সামান্য উপরিভাগে খাল থেকে মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি মহল। এতে হুমকির মুখে হাজার হাজার এলাকাবাসী ও পথচারী।

গত ২৭জুন বিকেলে সরজমিনে গেলে স্থানীয় জানে আলম সিকদার সহ অন্যরা জানান, বর্তমান মেম্বার মহিউদ্দিন মাহমুদ আলমগীরের নেতৃত্ব এসব বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। তবে, মেম্বার মহিউদ্দিন মাহমুদ আলমগীর বালু উত্তোলনের কথা স্বীকার করলেও এব্যাপারে সাংবাদিকদের সাথে আলাপ করতে অসম্মতি জ্ঞাপন করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু-এর সাথে মুঠোফোনে আলাপ করলে তিনি সাংবাদিকদের জানান, ব্যাপারটি সম্পর্কে তিনি অবগত ছিলেননা। আলাপকালে তিনি এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে উল্লেখ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *