লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতাঃ চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশভর্তি ট্রাক পুকুরে পড়ে গেছে। বৃহস্পতিবার আনুমানিক সাড়ে ৯ টায় উপজেলার চুনতির জাঙ্গালিয়ায় ফরেষ্ট বিট সংলগ্ন আরকান সড়কে কক্সবাজার  অভিমুখী বাঁশভর্তি একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি দুমড়ে মুচড়ে পার্শ্ববতী পুকুরে পড়ে ডুবে যায়।

খবর পেয়ে দোহাজারি হাইওয়ে থানা পুলিশ,সাতকানিয়া দমকল বাহিনীর একটি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারি হাইওয়ে থানার এস.আই নাজিমুল হক।

স্থানীরা জানিয়েছেন,ট্রাকটি পড়ে যাওয়ার পর গাড়ি থেকে বের হয়ে একজনকে দ্রুত পালিয়ে যেতে দেখেছেন তাঁরা। তবে গাড়িতে আর কেউ আছে কি না সে ব্যাপরে এখনও কেউ জানতে পারেন নি। এ সংবাদ লিখা পর্যন্ত ট্রাকটি উদ্ধারের প্রস্তুুতি নিচ্ছেন সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *