মনসুর আলম, কুবি প্রতিনিধিঃ করােনা সংক্রমণের কারণে শিক্ষামন্ত্রণালয় কর্তৃক আগামী ২৯ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখান করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা।

গতকাল সোমবার (২৪ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে মানববন্ধন শুরু করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

‘আর একদিনও দেরী নয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা চাই’, ‘হাট বাজারে মানুষের ঢল, বন্ধ কেনো পরীক্ষার হল’,‘অনলাইন শিক্ষা মানি না, অনিশ্চিত ভবিষ্যৎ মানি না’,‘অনিশ্চিত জীবন থেকে মুক্তি দিন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে স্বাস্থ্যবিধি মেনে হল-ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বলেন, ‘দেশের পরিবহণ খাত থেকে শুরু করে সকল কার্যক্রম চলমান থাকলে করোনার দোহায় দিয়ে বন্ধ করে রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

এতে শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। এখন আমাদের একটাই দাবি অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক।’

শিক্ষার্থীদের মানববন্ধন দেখতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, “আমি শিক্ষার্থীদের এ দাবির সাথে সম্পূর্ণ একমত।

যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়া হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সবার আগে পরীক্ষা নিবে। আমি কর্তৃপক্ষের কাছে তোমাদের মেসেজগুলো অবশ্যই পাঠাবো।”

মানববন্ধন শেষে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে আগামীকাল থেকে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, করোনা ভাইরাস সংক্রামণ রোধে গেলো বছরের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *