শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল হলো তারেক সোলাইমান সেলিম এর জানাজায়।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের পুরান স্টেশনে তারেক সোলাইমান সেলিম এর নামাজের জানাজা অনুষ্টিত হয়। এ সময় জানাজায় হাজারো মানুষের ঢল নামে। জানা যায় বেশকিছু দিন যাবত মরনব্যাধী ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন তিনি। শেষমেস সোমবার (১৮ জানুয়ারি) মারা যায় তিনি। নিজের জিবনের শেষ সময়ে এসে অবহেলিত হোন এই তুখর রাজনৈতিক নেতা। দলের কাছে নিজের চিকিৎসার জন্য সাহায্য চেয়েও কোন এক অজ্ঞাত কারনে তেমন সাহায্য পান নি। সরকারের কাছে সাহায্য চেয়ে মাত্র এক লাখ টাকা পান তিনি।
নিজ এলাকা আলকোরন এ তিনবারের নির্বাচিত সফল কাউন্সিলর তিনি। চট্টগ্রামে সৎ রাজনিতিবিধ হিসেবে পরিচিত থাকলেও শেষ সময়ে এসে এক অপব্যাখ্যার কারনে মনোনয়ন বঞ্চিত হোন তিনি। এই বিষয়ে মহানগরের অনেক নেতা কর্মিরাও ক্ষোভ প্রকাশ করে। শেষমেস সতন্ত্র ভাবে নির্বাচন করবেন বলেও ঘোষনা দিলেও পরবর্তিতে সরে দাড়ান।
তার নামাজের জানাজায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক আজম নাছির, ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, মহানগর বিএনপি এর সভাপতি ডাঃ শাহাদাত হোসেন সহ আরো রাজনৈতিক সামাজিক ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন।
নামাজের জানাজা শেষে তাকে তার আলকোরন এর নিজ বাসার সাথে মসজিদের কবরস্থানে দাফন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *