তিমির বনিক,মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ নকল পণ্যসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ জনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

মঙ্গলবার (২০ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টায় শহরের ভানুগাছ সড়ক এলাকায় কারখানায় অভিযান শেষে এ তথ্য জানান শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক।

অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী, সরিষা তেল, আগর বাতি, গোলাপজল, ম্যাংগ জুশ, চকলেটসহ বিভিন্ন ধরনের নকল পণ্য প্রায় লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়েছে।

এসময় প্রতিষ্ঠানের মালিক মোঃ হাবিবুর রহমানকে আটক করা হয়। তার বাড়ি চাঁদপুর জেলার গাজীপুর উপজেলায়।

অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ূন কবীর, ওসি (অপারেশন) নয়ন কারকুন, ইন্সপেক্টর আলমগির হোসেন সহ শ্রীমঙ্গল থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা।

এব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে যাচাই করে অভিযান চালিয়ে নকল পণ্য তৈরির প্রমাণ পাওয়া গেছে। এতে প্রতিষ্ঠানটির মালিককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *