শনিবার, ১০ জুন ২০২৩, ০৪:২৬ অপরাহ্ন

সময় নিউজ সিলেট টিভি সাংবাদিক আমিন কে আবার ও প্রাণে হত্যার হুমকি দিল মাদক কারবারী মিজান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ২৫০ বার পাঠিত
সময় নিউজ সিলেট টিভি সাংবাদিক আমিন কে আবার ও প্রাণে হত্যার হুমকি দিল মাদক কারবারী মিজান

সিলেট প্রতিনিধিঃ মামলা তুলে না নিলে প্রাণে হত্যা করবে বলে আবার ও হুমকি দিলো সময় নিউজ সিলেট টিভি-সাংবাদিক আমিন (উপরের ছবিতে) কে- কাস্টঘরের বেপোরুয়া মাদক ব্যাবসায়ী মিজান। সিলেটে মাদক সংক্রান্ত সংবাদ প্রকাশের জের ধরে প্রতিনিয়ত-(সময় নিউজ সিলেট টিভি-সম্পাদক ও প্রকাশক-সাংবাদিক (ক্রাইম রিপোর্টার) মো:আমিন আহমেদ কে প্রাণ নাশের হুমকি দিচ্ছে সিলেটের মাদক জোন হিসেবে চিহ্নিত কাস্টঘরের মাদক ব্যবসায়ীদের মদতদাতা, ত্রাণকর্তা ও র‌্যাবের সোর্স পরিচয়দাকারী ইয়াবা মিজান।

সময় নিউজ সিলেট টিভি-সাংবাদিক মোঃ আমিন আহমেদ গত দু মাস আগে ইয়াবা মিজানকে নিয়ে সংবাদ প্রকাশের পর থেকে মুঠোফোনের মাধ্যমে সাংবাদিক মো:আমিন আহমেদ কে তার ব্যক্তিগত মোবাইল ফোনে প্রতিনিয়ত শাসিয়ে যাচ্ছে। মুঠোফোনে ফোন করে সাংবাদিক’র হাত, পা-ভাঙ্গাসহ প্রাণনাশের হুমকি দেয় ওই বেপোরুয়া ইয়াবা মিজান।

সময় নিউজ সিলেট টিভি-সম্পাদক ও প্রকাশক’ সাংবাদিক মো:আমিন আহমেদ জিডি’র বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৪ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখে “নগরীর কাস্টোঘরে চিহ্নিত মাদকব্যবসায়ী মিজান বেপরোয়া” শিরোনামে দৈনিক বজ্রকন্ঠ অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ করেন। এরপর সংবাদটি বিভিন্ন জাতীয় দৈনিক সহ স্থানীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে এবং সর্বশেষ দৈনিক অনলাইন নিউজ পোর্টাল “ডিজিটাল বাংলা নিউজ” এ “সিলেট প্রশাসনের সোর্স পরিচয়কারী মিজান মাদক ব্যবসায় অপ্রতিরোধ্য” শিরোনামে গত ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ প্রকাশিত হয়।

তিনি আরো জানান, কাস্টঘরের মহিলা মাদক ব্যাবসায়ীর কাছে টাকা নেওয়ার প্রসঙ্গে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের করেন তিনি। সংবাদ প্রকাশের কারণে বিবাদী উনাকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা ও প্রাণ নাশের হুমকি প্রদান করে আসছে। বিগত প্রায় ১০ দিন যাবৎ উল্লেখিত বিবাদীর ব্যবহৃত মোবাইল ০১৭১৮ ৪৪১৬৬৩ নাম্বার হইতে উনার ব্যবহৃত নাম্বারে ফোন দিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা সহ প্রাণে হত্যা করা হবে মর্মে হুমকি প্রধান করে আসছে। উনি বিবাদীর পরিচয় জানতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এ ধরণের কোন বিষয়ে আইনের আশ্রয় নিলে তাকে প্রাণে হত্যা করা হবে বলে শাসায়। পরে তিনি ২৮ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখে নিজের ও উনার পরিবারের নিরাপত্তার জন্য শাহপরান (রহঃ) থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন যাহার নং ১৫৫২।

নিউজটি শেয়ার করুন..

More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2021 CNBD.TV    
IT & Technical Supported By: NXGIT SOFT
themesba-lates1749691102