সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে ৭৩ লাখ টাকার স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন।

গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১১ টা ৪০ মিনিটে সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৫ কিলোমিটার অভ্যন্তরে কলারোয়া থানাধীন বজ্রবাক্স বাজার নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় ১ কেজি ১৬৬ গ্রাম ৪০০ মিলিগ্রাম (১০০ ভরি) ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক ব্যক্তি হলেন সাতক্ষীরা এলাকার অন্যতম স্বর্ণ চোরাকারবারী মো. মনিরুল ইসলাম (৫০)। তিনি ঘরচালা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তাকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *