চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের ১৫ নং টিমের বিশেষ অভিযানে ১২,৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১ টি ট্রাক সহ ৩ জনকে গতকাল বুধবার গ্রেফতার করা হয়েছে।
সিএমপি ডিবি’র এই বিশেষ অভিযানটি মহানগর গোয়েন্দা (পশ্চিম)বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জনাব মোঃ আবুল কালাম সাহিদ এর সার্বিক দিক নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ গোলাম ছরোয়ার এর নেতৃত্বে পরিচালিত হয়।
সিএমপি ডিবি সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৫ টায় চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন ডিটি রোডস্থ মনছুরাবাদ কাশেম হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনের রাস্তার উপর থেকে ৩ জনকে ১২,৫০০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের ১৫ নং টিম। এ সময় একটি ট্রাক জব্দ করা হয় যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-ট-২২-৬৯৬৩।
গ্রেফতারকৃতরা হলেন- (১) সাইফুল ইসলাম (২৭), (২) সেলিম (২৪) (৩) রিপন(২৬)।
সুত্রে আরো জানা গেছে, গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply