মোঃ আমিন আহমেদ, সিলেট: সিলেটের বন্দরবাজার এলাকার হাজী কুদরত উল্লাহ মাকের্ট এর সামনে থেকে ৯৫ বোতল ফেন্সিডিলসহ চিহ্নিত ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বন্দরবাজার পুলিশ।
গতকাল শনিবার ভোরে কোতোয়ালী মডেল থানাধীন ভাই ভাই ক্যাপ হাউজ-৫, হাজী কুদরত উল্লাহ মাকের্টের সামনে ফেন্সিডিল বিক্রি করার উদ্দেশ্যে দুই জন ব্যক্তি অবস্থান করছে বলে গোপন সংবাদ পেয়ে অফিসার ইসচার্জ এসএম আবু ফরহাদ এর সার্বিক নির্দেশনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোস্তাফিজুর রহমান, অফিসার এসআই মোঃ সাজেদুল করিম সরকার ও এএসআই ঝন্টু কুমার দেবনাথ সহ অন্যান্যদের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, সিলেটের কোম্পানীগঞ্জ থানাধীন মধ্যম ঢালাপাড় গ্রামের হাবিবুর রহমানের পূত্র মোঃ জিয়াউর রহমান (২১) ও দক্ষিন ঢালারপাড় গ্রামের মোঃ আব্দুর রহিম এর পূত্র মোঃ নুরুজ্জামান (২০)।
তাদের বিরুদ্ধে এসএমপির কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে।
Leave a Reply